জানুয়ারি ২২, ২০২৫

আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন জয় শাহ। তার দায়িত্বের মেয়াদ বাড়ছে এক বছর। বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এসিসির সভায় জয় শাহর মেয়াদ বাড়ানোর প্রস্তাব পেশ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি ডি সিলভা। তার প্রস্তাবে বিসিবি, পিসিবিসহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য বোর্ড কর্মকর্তারা সম্মতি দেন।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে এসিসির সভাপতি হন জয় শাহ। তিনি এসিসির সর্বকনিষ্ঠ প্রশাসক। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এসিসির সভাপতি ছিলেন। জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি।

দ্বিতীয় মেয়াদে এসিসির দায়িত্ব পাওয়ায় জয় শাহ বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় এসিসির সদস্য বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। ক্রিকেটের অলরাউন্ড উন্নতির প্রতি আমরা প্রতিশ্রুতিশীল। সমগ্র এশিয়ায় ক্রিকেটের পরিচর্যা করতে এসিসি প্রতিজ্ঞাবদ্ধ।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...