জানুয়ারি ৯, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের একপর্যায়ে তিনি এ কথা বলেন।

ড. ইউনুস বলেন, সংবাদমাধ্যম এবং মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। আমরা সকলকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো প্রকার বাধা-বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...