অক্টোবর ১৭, ২০২৪

আদমজী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) ৫ দশমিক ৮৫ মিলিয়ন বা ৫৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি জিপার পুলার তৈরির কারখানা স্থাপন করবে চীনের জিদালাই কোম্পানি লিমিটেড।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বেপজার বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য মো. আশরাফুল কবীর ও জিদালাই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. সু সেহ-মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, চীনা মালিকানাধীন এ কোম্পানিটি বার্ষিক ৭০ মিলিয়ন বা ৭ কোটি পিছ জিপার পুলার তৈরি করবে। কারখানায় ১৮৯ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবে। জিদালাই কোম্পানিটি বিশ্ববিখ্যাত জিপার ব্র্যান্ড ‘ওয়াইকেকে’ এর একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদার।

বিনিয়োগের স্থান হিসেবে বেপজাকে বেছে নেয়ায় জিদালাই কোম্পানিকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, ৪৪ বছর ধরে বিনিয়োগকারীদের সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বেপজা বাংলাদেশের একটি অন্যতম সফল প্রতিষ্ঠান। সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তা পাবে জিদালাই।

এসময় আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য ফারুক আলম, নির্বাহী পরিচালক তানভীর হোসেন, ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিডের ব্যবস্থাপনা পরিচালক মি. জিন দেগুচি প্রমুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...