জানুয়ারি ২৩, ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে মন্ত্রী, সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী ও প্রার্থীর সমর্থকসহ ২৫০ জনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য ২৫০ জনকে শোকজ করেছে অনুসন্ধান কমিটি, তার মধ্য কমিশনে ১৫৯ জনের রিপোর্ট এসেছে। তার ওপর ভিত্তি করে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইসির এই অতিরিক্ত সচিব আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের অপরাধ বিবেচনা করে প্রার্থিতাও বাতিল হতে পারে। ২৯ তারিখ থেকে স্ট্রাইকিং ফোর্স নিযুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...