আগস্ট ১৩, ২০২৫

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) সকালের দিকে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানি শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক দিনের জন্য আমদানি-রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে আগেই জানানো হয়েছিল। বুধবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ওসি হাসান আহমেদ ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...