ডিসেম্বর ২৩, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অর্থ আয় হয় তার ৪০ শতাংশ নিয়ে যায় ভারত। বাকি ৬০ শতাংশ ভাগ করে দেওয়া হয় অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসিসি) এমন লভ্যাংশ বণ্টন নীতি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভ বলেছেন, ‘আইসিসির লাভের টাকা বণ্টনের নীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে কোনো কোনো দেশ বেশি টাকা পাচ্ছে, আবার কোনো দেশ কিছুই পাচ্ছে না। তার প্রভাব আমাদের দেশের খেলায় পড়ছে। এভাবে কোনো দেশের ক্রিকেট চালানো যায় না। দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রেও নীতি বদলাতে হবে।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি লিগে বিভিন্ন দেশের সংস্থার মালিকানা থাকে। তার একটা বড় অংশ ভারতের। সেখানে প্রথমসারির ক্রিকেটাররা না খেললে স্পন্সর ও সম্প্রচারকারী চ্যানেল ক্ষতির মুখে পড়তে পারে। তাই বিভিন্ন দেশ বাধ্য হয়ে প্রথমসারির ক্রিকেটারদের সেখানে খেলতে পাঠায়। তারা দেশের হয়ে খেলে না। এতে আখেরে ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে। দেশের হয়ে খেলে যদি ক্রিকেটাররা বেশি টাকা পেত তাহলে তারা কখনই লিগ ক্রিকেট খেলার দিকে নজর দিত না। এটা আইসিসির দেখা উচিত।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...