ডিসেম্বর ২২, ২০২৪

মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ০৫ জন উপ-মহাব্যবস্থাপক। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রদানপূর্বক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ ন্যস্ত করা হয়।

মহাব্যবস্থাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন (১) এ.এস.এম হায়দারুজ্জামান (২) মোঃ আল আমিন তালুকদার (৩) মোঃ হাবীব উল্লাহ (৪) মোঃ আনোয়ার শামীম (৫) মোঃ সাইদুল ইসলাম।

আইসিবি এর পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান মহাব্যবস্থাপক পদে পদোন্নতিপ্রাপ্ত সকলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উক্ত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং কর্পোরেশনের মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...