জানুয়ারি ১৫, ২০২৫

সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক আবু আহমেদ যোগদান করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আবু আহমেদ দেশের পুঁজিবাজারের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা, ইসলামাবাদ এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও অধ্যাপক আবু আহমেদ বাংলাদেশ শিল্প ব্যাংকের (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাখরাবাদ গ্যাস কোম্পানি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

অর্থনীতি ও পুঁজিবাজার বিষয়ে অধ্যাপক আবু আহমেদের লেখালেখি নীতিনির্ধারকদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...