জানুয়ারি ২২, ২০২৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটজ লিমিটেডের শেয়ার কেনার ক্ষেত্রে ফ্রি লিমিট ৫০ কোটি টাকায় উন্নীত করেছে।

সোমবার (২০ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির আদেশে জানানো হয়েছে, আইসিবি সিকিউরিটিজের নন-মার্জিন লিমিট বা বিনিয়োগের সীমা ১০ কোটি থেকে ৫০ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ ব্রোকারেজ হাউজটি মার্জিন বা গ্যারান্টি ছাড়াই ৫০ কোটি টাকার শেয়ার কিনতে পারবে। এক্ষেত্রে আইসিবি বা আইসিবি সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জকে কর্পোরেট গ্যারান্টি দেবে।

বর্তমানে ব্রোকারেজ হাউজগুলো কোন মার্জিন বা গ্যারান্টি ছাড়া ১০ কোটি টাকার শেয়ার কিনতে পারে। এর বেশি কিনতে গেলে ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তবে আইসিবি সিকিউরিটিজকে এই ক্ষমতা ৫০ কোটি টাকা দিল বিএসইসি।

পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনায় বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...