ডিসেম্বর ২২, ২০২৪

২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট – প্রাইভেট সেক্টর ব্যাংকস ও কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজারস এই ২ ক্যাটাগরিতে “সার্টিফিকেট অব মেরিট” অর্জন করেছে ব্যাংকটি।

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মার্কেন্টাইল ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল।

আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...