জানুয়ারি ৯, ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে আইবিসিএফ’র নতুন কমিটি হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) আইবিসিএফ’র ভাইস চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুলের সভাপতিত্বে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাকক্ষে অনুষ্ঠিত ৬৪তম সভায় এ কমিটি গঠিত হয়। সভায় ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ ও এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুলকে উপদেষ্টা করা হয়।

আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এবং কো-চেয়ারম্যান হিসেবে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা আইবিসিএফ’র অনারারি সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।

সভায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইসলামী ব্যাংকসমূহের অতীত গৌরবোজ্জল ভূমিকা স্মরণ করা হয় এবং সাম্প্রতিক তারল্য সংকট সৃষ্টির কারণ পর্যালোচনা করা হয়। ইসলামী ব্যাংকসমূহের প্রতি দেশের বিপুলসংখ্যক গ্রাহকের দৃঢ় আস্থার কথা স্মরণ করা হয় এবং সেই আস্থা দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বিভিন্ন বাংকের সাম্প্রতিক তারল্য সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক পদক্ষেপকে ইসলামী ব্যাংকসমূহের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা স্বাগত জানান।

সভায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, এক্সিম ব্যাংকের পরিচালক মোঃ নুরুল আমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ (চলতি দায়িত্ব), আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হোসাইন এবং আইবিসিএফ’র সহকারী সচিব জাহাঙ্গীর আলম ছাড়াও বিভিন্ন সদস্যভুক্ত ব্যাংক নির্বাহীরা অংশগ্রহণ করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...