আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধি দলের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক হয়েছে।
বিএসইসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. রশীদুল আলম জানান, আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে সোমবার সকাল সাড়ে ১০টায় বিএসইসির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন।
বৈঠকে আইএমএফের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনন্দ। বিএসইসির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে তাদের বৈঠকে বসার কথা রয়েছে।
আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় আসে গত ২৬ অক্টোবর। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে তারা। এই দলটি ৯ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করবে।