ডিসেম্বর ২৩, ২০২৪

নব-নিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারে এসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড খাতের একমাত্র সংগঠন এসোসিয়েশন অফ এসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ)।

সোমবার (১১ মার্চ) এএএমসিএমএফর একটি প্রতিনিধি দল সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসান ইমামের নেতৃত্বে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপি’র সাথে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় এএএমসিএমএফ’র প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি তুলে ধরে এর উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

অর্থপ্রতিমন্ত্রী এএএমসিএমএফ প্রতিনিধিদের কথা অত্যান্ত মনোযোগ সহকারে শুনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন এএএমসিএফের ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরী, আরিফ খান এফসিএমএ, মনিজা চৌধুরী, সাবিরুল ইসলাম চৌধুরী। এসময় তারা প্রতিমন্ত্রীর সাথে মিউচুয়াল ফান্ড খাতের প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...