জানুয়ারি ২৪, ২০২৫

অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে যাচ্ছেন বিনোদন জগতের একাধিক তারকা। সেই তালিকায় নাম জুড়ল হিন্দি ও তামিল ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা পবনের। মাত্র ২৫ বছর বয়সী এই অভিনেতা চলে গেলেন হার্ট অ্যাটাকের শিকার হয়ে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে মুম্বাইয়ে নিজের বাড়িতেই হঠাৎ হৃদরোগের শিকার হন পবন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, মুম্বাই থেকে অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কর্ণাটকের মাণ্ড্য জেলার বাড়িতে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

কর্ণাটকের মাণ্ড্য জেলার হরিহরণপুর গ্রামের বাসিন্দা অভিনেতা পবন। মুম্বাইয়ে কাজের সূত্রে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। একাধিক হিন্দি ও তামিল ধারাবাহিকে কাজ করেছেন পবন। তার অকালমৃত্যুতে শোকস্তব্ধ পুরো ইন্ডাস্ট্রি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...