ডিসেম্বর ২৩, ২০২৪

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ-প্রতিটি ক্ষেত্রেই পাচ্ছেন সাফল্য। অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তবে তা শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল।

এবার সত্যি সত্যি সিনেমার নায়ক হতে যাচ্ছেন নিশো। রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে সিনেমাটির ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু সঙ্গত কারণে এখন ঘোষণটি আসবে ১২ ডিসেম্বর। আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’র নায়িকা হতে পারেন তমা মির্জা।

আরও জানা গেছে, সিনেমাটির জন্য গত কয়েকমাস ধরে প্রস্তুত হচ্ছেন নিশো। এই কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। টুকটাক ওটিটির জন্য কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে নিশোর প্রথম সিনেমার শুটিং শুরু হবে। এটি নির্মিত হবে চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...