জানুয়ারি ২৩, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের মামলায় জামিন পাননি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। আজ বুধবার মঙ্গলবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী এ আদেশ দেন।

একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছিলো অভিযুক্ত ওই শিক্ষককে।

আইনজীবীরা জানান, সকালে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন।

এদিকে দুইদিনের রিমান্ড শেষে অবন্তিকার সহপাঠী ও মামলার আরেক আসামি আম্মান সিদ্দিকীকে কুমিল্লার আদালতে তোলার কথা রয়েছে।

গত শুক্রবার রাতে কুমিল্লা শহরের নিজ বাসায় আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আত্মহত্যার আগেই নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার মৃত্যুর জন্য আম্মান ও দ্বীন ইসলামকে দায়ী করেন অবন্তিকা।

এর আগে এক সংবাদ সম্মেলনে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আসামিদের আংশিক সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। অভিযুক্ত শিক্ষককে জবি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...