জানুয়ারি ২৩, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আজ মঙ্গলবার ১১টা ৫১ মিনিটে পোস্ট করা স্ট্যাটাসে ভালো কাজের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে ঢালিউড সেন্সেশন লিখেছেন, আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে ঠিক আছে, এটা একটা সাধারণ অভিজ্ঞতা। সৃষ্টিকর্তা বলেছেন, ‘এই পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা করা হয়নি।’ তাই ক্ষমা করে হাসতে শিখুন, অ্যাভয়েড (এড়িয়ে চলা) করতে শিখুন, কিন্তু কাউকে ভালো কাজ বন্ধ করতে দেবেন না, যা আপনি করছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...