অক্টোবর ২৩, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। জনমত তৈরির চেষ্টা করছে। জানান, তার দলের বিশ্বাস, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোন কাজ ভারত তাদের দেশের মাটিতে করতে দেবে না।

আজ সোমবার (২১ অক্টোবর) দীর্ঘ এক যুগ পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার, গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বলেন, সংখ্যানুপাতিক নয় সংবিধানের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। এ বিষয়ে ব্যক্তি মত চাপিয়ে দেয়ার কোন সুযোগ নেই।

এসময় দ্রুত নির্বাচনের দাবিও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, দূর থেকে আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে চাইলেও তার কোনো বাস্তব ভিত্তি নেই। এসময় আগামীর রাষ্ট্র গঠনে প্রবাসীরা ভূমিকা রাখবে জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...