জানুয়ারি ২২, ২০২৫

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসাবে নিয়োগ পেলেন এডভোকেট মাহফুজ হাসান। তিনি মহানগর স্পেশাল ট্রাইবুনাল-১৫ এর দায়িত্ব পেয়েছেন।

এডভোকেট মাহফুজ হাসান জামালপুর শহরের বিশিষ্ট ঔষুধ ব্যাবসায়ী মৃত মনির উদ্দিন ও আনোয়ারা বেগম (কুসুম)-এর তৃতীয় সন্তান।

১৯৯৭ সালে কুয়েত সরকারের বৃত্তি পেয়ে কুয়েত এ পড়াশুনা করে এইচএসসি সমমান সম্পন্ন করে বাংলাদেশে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) এবং সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) ডিগ্রি সম্পন্ন করে ২০০৯ সাল থেকে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সদস্য হিসাবে নিবন্ধিত হয়ে উকালতি শুরু করেন। বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এবং ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য।

তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটি ল’ইয়ার্স এসোসিয়েশন (ইউলা) এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...