ফেব্রুয়ারি ৩, ২০২৫

অমর একুশে বইমেলায় শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনের ছবি প্রকাশের জন্য নানা বিতর্কের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনাকে বাংলাদেশের খুন ও গুম জননী হিসেবে আখ্যায়িত করেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তার মাধ্যমে তিনি এই কথা বলেন।

ফেসবুক বার্তায় তিনি লিখেন, ‘শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুমজননী ছিলেন!! এটি একটি নৈতিক অবস্থান। তাছাড়া, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে-গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, এটিই বাকস্বাধীনতা।’

তিনি আরও লিখেন, ‘যারা মনে করেন, আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি। আমি আমার দায়িত্বের শেষদিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, থামব না।’

আওয়ামী লীগের পুনর্বাসন হলে কি হবে সে সম্পর্কে শফিকুল আলম বলেন, ‘এটা একটা বিপজ্জনক খেলা। যদি তারা সফল হয়, তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকবে। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পটিকে ব্যর্থ করা। আমাদের যে কোনো উপায়ে লড়াই করতে হবে। অন্যথায়, আমাদের সাথে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষদের সাথে আচরণ করা হয়েছিল।’

ডাস্টবিন কাণ্ডের পর শফিকুল আলমের আত্মীয় স্বজন সম্পর্কে যেসকল অপপ্রচার চালানো হয়েছে সে সম্পর্কে প্রেস সচিব বলেন, ‘আমার সমস্ত আত্মীয়স্বজন ও বন্ধু যারা আওয়ামী লীগের ট্রল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন, আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার আরামদায়ক, লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে। আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রলবাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...