নানা অমিয়মের মধ্যে এবার নিয়োগ বাণিজ্যে জড়ালো ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পরিচালনা পর্ষদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ন্যাশনাল টি দীর্ঘদিন ধরে নানা অনিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে। এবার কোম্পানির পরিচালনা পর্ষদ নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছে বলে তথ্য পাওয়া যায়।
কোম্পানি সূত্রে জানা গেছে, বিপুল লোকসানের মধ্যেও নতুন করে ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব নিয়োগের জন্য কোম্পানিটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালকের জন্য সর্বোচ্চ বয়সসীমা উল্লেখ করা হয় ৫৫ বছর। এছাড়া প্রার্থীকে কঠোর পরিশ্রম করার মতো সক্ষমতা থাকতে হবে বলেও শর্ত থাকে। অন্যদিকে কোম্পানি সচিব পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছরসহ চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি ও ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (চার বছর) ডিগ্রি থাকতে হবে বলে শর্ত থাকে।
প্রাপ্ত তথ্যে দেখা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক পদে সাক্ষাৎকারের জন্য কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসানকে চিঠি দিয়েছে। জিয়াউল আহসানের বর্তমান বয়স প্রায় ৬৬ বছর এবং তিনি শারীরিক অসুস্থতার কারণে কোম্পানি থেকে পদত্যাগ করেন। এছাড়া তার বিরুদ্ধে নানা অনিয়মেরও অভিযোগ রয়েছে।
অন্যদিকে ডিগ্রি পাস কোর্সে তৃতীয় শ্রেণিতে পাশ করা প্রায় ৬২ বছর বয়সী কোম্পানির সাবেক সচিব আজাদ চৌধুরীকে চিঠি দেয়া হয়েছে কোম্পানি সচিব পদে সাক্ষাৎকারের জন্য।
নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী যোগ্য না হওয়ায় যারা প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ার কথা তারা কিভাবে সাক্ষাৎকারের জন্য চিঠি পেলেন তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, এনআরসি কমিটির চেয়ারম্যান সৈয়দ আহসান হাবিব যাচাই-বাছাইয়ের জন্য সকল আবেদনপত্র তার বাসায় নিয়ে যান। ধারণা করা হচ্ছে, অযোগ্য প্রার্থীদের সঙ্গে তার অনৈতিক লেনদেন হয়েছে।
রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এ ধরনের অনিয়মে সাধারণ বিনিয়োগকারীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, ওই অনৈতিক কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ হবে।
কোম্পানি সূত্র আরও জানা যায়, কোম্পানিতে সচিব পদে লোক থাকা সত্বেও অজানা কারণে সচিব পদে নিয়োগের জন্য পায়তারা চলছে, যা কোম্পানির পলিসি ও প্রচলিত নিয়ম-নীতির পরিপন্থি।
জানা গেছে, এনটিসির স্বতন্ত্র পরিচালক সৈয়দ আহসান হাবিব নমিনেশন অ্যান্ড রেমিউনারেশন কমিটির (এনআরসি) চেয়ারম্যান। এছাড়া কমিটিতে রয়েছেন পরিচালক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী, ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, মেহেদি মাসুদুজ্জামান এবং আবদুর রহিম খান।
এ বিষয়ে জানতে চাইলে এনটিসির স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান সৈয়দ আহসান হাবিব বলেন, আমরা বেসরকারি খাত থেকে এসেছি। সর্বোচ্চ চেষ্টা করব দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ দিতে। কিভাবে অভিযুক্ত দুজন ইন্টারভিউতে ডাক পেয়েছেন, তা দেখা হবে। দীর্ঘদিন এনটিসিতে বিভিন্ন গ্রুপ এসে নানা অনিয়ম করে আর্থিকভাবে লাভবান হয়েছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আমি নিজেও বেসরকারি খাতের একজন উদ্যোক্তা। তাই এখানে কোনো অনিয়ম হবে না। যদি কোনো অনিয়ম হয়, আমি নিজে থেকেই সরে যাবো।