জানুয়ারি ৯, ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, দেশে চালের কোনো সংকট নেই, তাই কারণ নেই দাম বাড়ার। মজুদ সংক্রান্ত কারণেই এমনটা হয়েছে। তাই চাল আমদানির ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। শিগগিরই কমে যাবে চালের দাম।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, আগের কাগুজে কার্ড বাতিল করে আজ থেকে কেবল স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবি পণ্য বিতরণ হয়েছে। স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন করা প্রাথমিকভাবে ৫৭ লাখ উপকারভোগী পণ্য পাবেন, আরো ৩৫-৪০ লাখ কার্ড দেয়া সুযোগ আছে।

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ব্যাংকে কোনো ডলার সংকট নেই। গত বছর সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৭ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...