জানুয়ারি ৭, ২০২৫

৫৩ বছরেও রাজনৈতিক সংকীর্ণতা থেকে দেশ বেরুতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ফ্যাসিবাদের পতনে আসা নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহবান জানান তিনি।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এই আহবান জানান।

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেন এই কলেজেরই সাবেক শিক্ষক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন শিক্ষকতা জীবনের শুরুর দিকে এই কলেজে অধ্যাপনা করার সময়ের নানা স্মৃতি রোমন্থন করেন বিএনপি মহাসচিব।

এসময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ধ্বংস করে ফেলেছে পতিত স্বৈরাচারী সরকার। আওয়ামী লীগ তিন মেয়াদে ২৮০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে।

সকল দ্বিধা-দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...