আর্থিক খাতের সাম্প্রতিক অনিশ্চয়তা সত্ত্বেও, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়িক প্রবৃদ্ধির অমিত সম্ভাবনা রয়েছে। গতকাল রবিবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ুন রশীদ এভাবেই তার আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ারহোল্ডারদের উদ্দেশে তিনি বলেন, “আগামীতে বাজার আরও চাঙ্গা হবে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতে ব্যবসা আরও বেশি লাভজনক হয়ে উঠবে।”
এই সাধারণ সভায় অন্যান্য বোর্ড পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চ সুদহার, বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও মুদ্রাস্ফীতি জনিত কারণে এ বছর শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ (ডিভিডেন্ড) প্রদান করা হবে না।
এসময় শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হুমায়ুন রশীদ বলেন, “বর্তমানে সারা বিশ্ব মুদ্রাস্ফীতি, যুদ্ধ ও সংঘাতের মতো নানা সঙ্কটের মুখোমুখি হচ্ছে। ফলে, এই বছর আমাদের শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ দেওয়া সম্ভব হচ্ছে না।” একইসাথে, তিনি প্রতিষ্ঠানের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে বলেন, “আমরা খুব শীঘ্রই সঙ্কট মোকাবিলা করতে সক্ষম হবো। আমাদের অংশীদাররা এতোদিন আমাদের ওপর আস্থা রেখেছেন। আগামীতেও আমাদের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদী আমরা।”
২ উত্তর “এনার্জিপ্যাকের ২৯তম এজিএম ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ”