শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, দেশে উচ্চশিক্ষার বড় সমস্যা হলো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। আজ রোবাবর (২২ ডিসেম্বর) সকালে হোটেল সোনারগাঁওয়ে ‘উচ্চশিক্ষায় বৈশ্বিক মান উন্নয়নে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার পরিবেশ ক্রমশই খারাপ হচ্ছে। এর প্রধান কারণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ ও লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি; দক্ষ শিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তুলতে না পারার ব্যর্থতা। ফলে চরমভাবে মেধার অবমূল্যায়ন হচ্ছে। বিগত ১৫ বছরে এই ধারা চলমান ছিল বলেও জানান তিনি।
তবে অন্তর্বর্তীকালীন সরকার এই ধারা রোধ করার চেষ্টা করছে জানিয়ে তিনি আরও বলেন, উচ্চ শিক্ষার পরিবেশ ঠিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার পরিবেশ পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল রেখে শিক্ষিত জনশক্তি গড়ে তোলা হবে।
উচ্চশিক্ষা এবং গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে বিদেশি উচ্চশিক্ষা শেষ করে অনেকেই দেশে ফিরছেন। এটি একটি আশা জাগানিয়া খবর। তাদের দেশের কাজে লাগাতে হবে।