সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, দুর্নীতির অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়াও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ১৭ কোটি ৫১ লাখ টাকা ও তার স্ত্রী শিরিন আক্তারের ১০ কোটি ৭৬ লাখ ও ভাই এবি এম শাহরিয়ারের ১২ কোটি ৯৬ লাখ টাকা ৮৭ হাজার টাকা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে। এছাড়াও ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।
এর আগে ২০ আগস্ট মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।