পরিকল্পনা কমিশনের সদস্য সোলেমান খানকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, যেহেতু পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসরপ্রদান করা হয়েছে।
বিধি অনুসারে তিনি অবসরজনিত সব সুবিধা ভোগ করবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
এদিন আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মোহাম্মদ আবদুল মোমনের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।