নভেম্বর ২৪, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) ও আল আমিন (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা সকাল থেকে কারখানায় কাজ করছিলেন। সেখানে হঠাৎই বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ শ্রমিক দগ্ধ হন। কারখানার অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

বসুন্ধরা পেপার মিল ইউনিট-১ এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম জানান, সকালে কারখানার ভেতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস ভর্তির সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। সবাইকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক জলিল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...