নভেম্বর ২১, ২০২৪

চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ওপর বলে জানিয়েছেন সেনাসদরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। আজ বুধবার (১৩ নভেম্বর) ব্রিফিং করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিচালক এর কর্নেল স্টাফ এ কথা বলেন।

এসময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আসামী আটক, শিল্প বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সফলতার পরিসংখ্যান তুলে ধরেন তিনি। জানান, পরিস্থিতি ইতিবাচক। তবে আরো ভালো হওয়ার সুযোগ রয়েছে। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে- সে বিষয়েও কথা বলেন তিনি।

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ওপর। দু-একটি নেতিবাচক ঘটনা ছাড়া সেনাবাহিনীর পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার কারণে পরিস্থিতি ভালো রয়েছে। সামনের দিনে পরিস্থিতির আরো উন্নতি হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করবে সেনাবাহিনী। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের অন্য বাহিনীর সহায়তার প্রশংসাও করেন তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানকালীন সময়ে এবং পরবর্তি দায়িত্ব পালনে আহত সেনা সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...