জানুয়ারি ২, ২০২৫

চলতি মাসের শেষের দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ দল। শুরুতেই ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তবে আফগানিস্তান সিরিজে আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিম দলে নেই।

প্রসঙ্গত, অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসাবন মুরাদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...