নভেম্বর ১৪, ২০২৪

১২ ছক্কা ও ৪৬ চারে ৪২৬ রানে অপরাজিত! চোখ কপালে ওঠার মতো অবস্থা। এমনই এক রেকর্ড হয়েছে ভারতের সিকে নাইডু ট্রফিতে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটে। আর এতে করে রেকর্ডবুকে তোলপাড় ফেলে দিয়েছে। সিকে নাইডু ট্রফির ৫১ বছরের ইতিহাসে এটিই যে প্রথম কোয়াড্রপল সেঞ্চুরি, যা ভারতের বয়সভিত্তিক প্রথম শ্রেণির প্রতিযোগিতায় এক অসাধারণ মাইলফলক। খবর ইএসপিএনক্রিকইনফো

এই অবিশ্বাস্য রেকর্ডটি গড়েছেন অনূর্ধ্ব-২৩ হরিয়ানা দলের ওপেনার যশবর্ধন দালা। এই ইনিংসটি খেলতে তিনি ৪৬৩টি বল খরচ করেছেন। শুধু বাউন্ডারিতেই তিন ৫০ রান পার করেছেন। এই ইনিংসে তার উদ্বোধনী জুটিতে সঙ্গী ছিলেন অর্শ রাঙ্গা, যিনি ১৫১ রান করেন। দুজনে মিলে ৪১০ রানের বড় জুটি গড়েন।

এর আগে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল উত্তর প্রদেশের সামির রিজভীর, যিনি গত মৌসুমে সৌরাষ্ট্রের বিপক্ষে ২৬৬ বলে ৩১২ রান করেছিলেন।

যশবর্ধনের এই ইনিংসটি তার প্রতিভার আরেকটি উদাহরণ, কেননা ২০২১ সালের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৬ লিগে হরিয়ানা ক্রিকেট একাডেমির হয়ে ২৩৭ রানের একটি বড় ইনিংসও তিনি খেলেছিলেন, যেখানে তার দল ৩৬৮ রানের ব্যবধানে জয় পেয়েছিল।

হরিয়ানা শেষ পর্যন্ত ৮ উইকেটে ৭৩২ রান সংগ্রহ করে এবং যশবর্ধন অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...