ডিসেম্বর ৩, ২০২৪

উত্তর ইসরাইলে হিজবুল্লাহর পৃথক রকেট হামলায় চার বিদেশী কর্মী এবং তিন ইসরাইলিসহ মোট সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএএফ) বলেছে, লেবানন থেকে দেশটির উত্তরাঞ্চলে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এর সতর্কতা হিসেবে গালিল অঞ্চলের কার্মিয়েল এবং অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে। সামরিক বাহিনীর দাবি, এসব রকেটের কয়েকটি আটকানো সম্ভব হয়েছে এবং অন্যগুলো খোলা জায়গায় আঘাত করেছে। তবে ঠিক কতটি আঘাত হেনেছে তা নিশ্চিত করেনি তারা।

আইডিএএফ আরও জানিয়েছে, লেবানন থেকে ছোড়া একটি রকেট উত্তর সীমান্ত শহরের নিকটবর্তী একটি কৃষি এলাকায় আঘাত হানে। সেখানে হতাহতের ঘটনা ঘটে। এর আগে বুধবার (৩০শে অক্টোবর) একই অঞ্চলে রকেট হামলায় দুজন আহত হন। ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর মেটুলার কাছে ওই রকেটের আঘাতে আহত দুই কৃষককে হেলিকপ্টারে করে হাইফার রামবাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে সীমান্তে ইসরাইলের ওপর হামলা করে আসছে হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননে ইসরাইলি অভিযান শুরুর পর এই হামলা বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...