ক্রেতাদের কাছে আরো দ্রুত আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’ চালু করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। সাভারের আশুলিয়ায় প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে ওয়ালটনের নতুন এই সেলস নেটওয়ার্ক।
বুধবার (৩০ অক্টোবর, ২০২৪) ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের ডায়মন্ড টাওয়ারে ওয়ালটনের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্বাধিকারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আমিন খান বলেন, ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্যে দিয়ে দেশের ইলেকট্রনিক্স ব্যবসায় ওয়ালটন একটি নতুন পদ্ধতি চালু করলো। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারেন এবং বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের সর্বাধুনিক ফিচারের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, সেই প্রক্রিয়াকে সহজ করতেই ওয়ালটনের এই উদ্যোগ। ফ্র্যাঞ্চাইজি শোরুম চালুর মধ্যে দিয়ে সাধারণ ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্য যেমন আরো সহজলভ্য হবে, তেমনই এ খাতে বহু উদ্যোক্তাও তৈরি হবে।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ বলেন, আমেরিকা-ইউরোপের উন্নত দেশগুলোতে ফ্রাঞ্চাইজিং ব্যবসা খুব জনপ্রিয়। ফ্রাঞ্চাইজি ব্যবসার মাধ্যমে খুব সহজেই বহু উদ্যোক্তা এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই, ইলেকট্রনিক্স খাতে ফ্রাঞ্চাইজি ব্যবসায় এগিয়ে এসেছে ওয়ালটন। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ওয়ালটন ফ্রাঞ্চাইজি বিজনেসেও শতভাগ সফলতা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
ওয়ালটন ফ্রাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা খন্দকার আলাউদ্দিন বলেন, দেশে তৈরি করা আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ শোরুম চালু করেছি। এর মাধ্যমে স্থানীয় ক্রেতারা ওয়ালটন পণ্য ও সেবা আরো সহজে পাবেন।