জানুয়ারি ২, ২০২৫

টানা দ্বিতীয়বারের মতো সাফে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল দেশে পৌঁছেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় তাদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। বাফুফের পক্ষ থেকে তাদের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হয়।

এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন হয়। যেখানে কথা বলেন বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার, অধিনায়ক সাবিনা খাতুন ও গোলরক্ষক রুপনা চাকমা। সংবাদ সম্মেলন শেষে বিকেল চারটার দিকে তাদের ছাদখোলা বাসে তোলা হয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে রওয়ানা দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের ফুটবলারদের বহনকারী বাস ইস্কাটন এলাকায় রয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পৌঁছানোর পর সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউওয়ালসহ অন্যান্যরা।

বিভিন্ন জায়গার দর্শক ও ফুটবলপ্রেমীরা জড়ো হয়েছেন বাফুফে এলাকায়। তারা ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে উল্লাস করছেন।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...