নভেম্বর ২১, ২০২৪

চার বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন এ উপদেষ্টা।

তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়া হলেও এখনও পর্যন্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেনি সরকার। সময়মতো এক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে।

একইসাথে চার বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন হাসান আরিফ। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত বলেও মনে করেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...