ডিসেম্বর ২২, ২০২৪

দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএপিএম কোম্পানি লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) সিএপিএম ইউনিট ফান্ড সর্বশেষ বছরে (২০২২-২৩) ইউনিটহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের (২০২৩-২৪) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আলোচিত লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিএপিএম কোম্পানি লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সময়ে ফান্ডটির নিট ক্ষতি হয়েছে ২ কোটি ০৮ লাখ ৬১ হাজার ৭৬৫ টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে ক্রয়মূল্য আলোচিত ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০৮ টাকা ৩১ পয়সা। আর বাজার মূল্যে এর ইউনিট প্রতি এনএভি ছিল ১১৭ টাকা ৯ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...