ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের একদল শিক্ষার্থী। এতে এই দুটি মোড়ের সংযুক্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলেন।
শিক্ষার্থীদের দাবি, স্বতন্ত্র ইউনিভার্সিটির জন্য কোনো কমিটি বা কমিশন করে দেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন।
এসময় নীলক্ষেত মোড়ে দেড় শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চায়না। তারা একটি স্বতন্ত্র প্লাটফর্ম চান।