ডিসেম্বর ১২, ২০২৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৫ জন। মারা যাওয়া নয়জনের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী।

আজ শনিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১০ জন এবং ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। বাকি তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম ও দুইজন বরিশাল বিভাগের হাসপাতালে মারা গেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...