জানুয়ারি ২, ২০২৫

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের মামলার আসামি সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়।

তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি ইমরান খান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...