অক্টোবর ৭, ২০২৪

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মইনুল ইসলাম। তিনি বলে, পূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার সুযোগ নাই। তবে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, দুর্গাপূজায় আনসার-ভিডিপি মোতায়েন থাকবে। এছাড়া সশস্ত্র বাহিনী মোতায়ানসহ থাকবে বিশেষায়িত পুলিশ বাহিনীও। পূজা মণ্ডপগুলোতেও ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবকরা থাকবেন।

এছাড়া গুজব রোধে সাইবার নজরদারি রয়েছে। প্রস্তুত আছে ট্রিপল নাইন। প্রতিটি জেলা, উপজেলায় নজরদারি রয়েছে বলেও জানান আইজিপি।

এসময় আইজিপি বলেন, পাঁচ আগস্টের পর চাকরিতে বহাল যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি, তাদের কৈফিয়ত তলব করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *