সেপ্টেম্বর ২৯, ২০২৪

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট। এতে পারফর্ম করতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তানি ব্যান্ড জাল। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান।

পরে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, কনসার্টটি আজ হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানান, কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। বিকেল সাড়ে চারটা থেকে দর্শকেরা ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। আগে যারা টিকিট কেটেছেন, সেই টিকিটেই কনসার্ট উপভোগ করা যাবে।

প্রায় এক যুগ পর ঢাকায় কোনো কনসার্টে এসেছে জাল। গত বুধবার রাতে ঢাকায় নেমেছে ব্যান্ডটি। কনসার্টে ব্যান্ডটির প্রথম প্রকাশিত অ্যালবাম আদাত-এর ২০ বছর পূর্তিও উদ্‌যাপন করার কথা রয়েছে। ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ দিয়ে প্রায় এক বছর পর কনসার্টে ফিরছে ‘বেজবাবা’ সুমনের ব্যান্ড অর্থহীন। নব্বইয়ের আরেক জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস ও হালের আলোচিত ব্যান্ড ‘কনক্লুশন’-এর থাকার কথা রয়েছে।

যৌথভাবে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *