সেপ্টেম্বর ২৮, ২০২৪

পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) এবং গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম কমিশনার মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী এ আদেশ দেন।

ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আবদুল মোতালিব (১৪) হত্যা মামলায় এদিন তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর দশদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত সাত দিন মঞ্জুর করেন।

গত ১৯ সেপ্টেম্বর মশিউরকে গ্রেপ্তারের খবর দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর তাকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিন রিমান্ড শেষে আদালতে তুলে মশিউরকে মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আবেদন করা হয়।

মশিউর রহমান সর্বশেষ ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার ছিলেন। গত সরকারের শেষ দিকে তিনি অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় মশিউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *