সেপ্টেম্বর ২৮, ২০২৪

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাউজানে মুনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত চত্বরে গোলযোগ এড়াতে আসামিকে সকালে নিয়ে যায় পুলিশ। তবে তাকে আদালতে তোলার খবর পেয়ে সকালেই আদালত চত্বরে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনদতা। একপর্যায়ে তারা ফজলে করিমের ওপর হামলার চেষ্টা করে।

তাদের অভিযোগ, রাউজানে দীর্ঘদিন ধরে ভিন্নমতের কোনো মানুষকে এলাকায় যেতে দেননি ফজলে করিম। তার বিরুদ্ধে এখন পর্যন্ত খুন, হত্যাচেষ্টাসহ ১০টি মামলা চলমান।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানান, রাউজানে মুনিরীয়া যুব তাবলীগ কমিটির দলইনগর-নোয়াজিষপুর শাখা (এবাদত খানা) ভাঙচুরের অভিযোগে দায়ের করা এক মামলায় ফজলে করিমের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৩ আগস্ট সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন।

গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *