নভেম্বর ২৫, ২০২৪

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে রাজধানীর মতিঝিলে আইডিআরএ কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘট ও মানববন্ধন পালন করা হয়।

এ সময় বিভিন্ন বীমা কোম্পানির শত শত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন শ্লোগান ও দাবি জানান।

এদিকে সেখানকার পরিস্থিতিতে সামাল দিতে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।

অন্দোলনরত বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা দাবি জানিয়েছেন যে, দুর্নীতিবাজ আইডিআরএ’র চেয়ারম্যান জয়নুল বারীকি পদত্যাগ করতে হবে। সিন্ডিকেট মুক্ত আইডিআরএ গড়ে তুলতে হবে। আইডিআরএ’র কর্তৃক অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। ইন্সুরেন্স কোম্পানিতে দখল বাণিজ্য বন্ধ করতে হবে।

এদিকে অন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনটির ছাদে আইডিআরের অফিসিয়াল বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি ও সার্টিফিকেট পুড়ে যাওয়া আবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিভিন্ন বীমা কোম্পানিগুলোতে দুর্নীতি করে যাদেরেকে নিয়োগ নেওয়া হয়েছে, তাদেরই তথ্য পুড়িয়ে দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...