নভেম্বর ২৫, ২০২৪

গত দুই দিন উড়ন্ত অবস্থা দেখা গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি লেনদেনের তেজিভাবের কারণে চাঙা রয়েছে বাজার। আর মূলধন ফিরে পাওয়ায় বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

এই ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (৮ আগস্ট) বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন রয়েছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত বাজারে অন্তত ৪৫টি কোম্পানির শেয়ারের বিক্রেতা উধাও হয়ে গেছে। তবে এসব কোম্পানি নির্দিষ্ট কোনো খাতের নয়।

এ সময় পর্যন্ত বাজারে লেনদেন হয়েছে প্রায় হাজার কোটি টাকা। ডিএসইএক্স সূচক বেড়েছে আড়াইশ পয়েন্টের বেশি।

ইউনিয়ন ব্যাংকের বার্ষিক সাধারণ সভা স্থগিত

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় সাড়ে তিনশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৩টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেনে একই চিত্র দেখা গেছে। এ বাজারে এখন পর্যন্ত ৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...