নভেম্বর ২৫, ২০২৪

সদ বিলুপ্তকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, আমরা সংসদ বিলুপ্তিকে স্বাগত জানাচ্ছি। তবে, সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন নয়, রাজনৈতিক উদ্দেশ্য বা বিভিন্ন উদ্দেশ্য যাদের জেলে দেওয়া হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে।

এর আগে, জাতীয় সংসদ বিলুপ্তি করতে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত সময় দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই আল্টিমেটাম শেষ হওয়ার কয়েক মিনিট পরেই আসে এমন ঘোষণা।

এদিকে, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তিনিও এই দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে সমন্বয়করা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...