নভেম্বর ২৫, ২০২৪

দেশের বর্তমান সংকট নিরসনে সব দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার দুপুর তিনটায় আলোচনার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় ডাক পেয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সেনা সদরদপ্তরের এ বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে ডাক পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও।

এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে একদিন এগিয়ে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবেন আন্দোলনকারীরা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...