নভেম্বর ২৬, ২০২৪

সোমবার কোপা আমেরিকার শ্বাসরুদ্ধকর ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা জিতল আর্জেন্টিনা।

শিরোপা জয়ের ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে (৯৭ মিনিটে) মাঠে নেমেই গোল করে উৎসবের আমেজ তৈরি করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত ১১২ মিনিটে মার্তিনেজের সেই গোলটিই গড়ে দিলো আর্জেন্টিনার জয়।

গত তিন বছরে আর্জেন্টিনা জিতেছে ফুটবল বিশ্বকাপ এবং পরপর দুটি কোপা আমেরিকা। কোপা আমেরিকার এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে অনেক টাকা।

১০ দলের এই টুর্নামেন্টে প্রাইজমানি রাখা হয়েছিল ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৯ কোটি টাকা। রানার্স আপ কলম্বিয়া পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার থেকে একটু বেশি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...