দেশে ৩৪ বিলিয়নের বেশি রিজার্ভ আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এছাড়া দেশে খাদ্যের কোনো অভাব নেই বলেও জানান সরকারপ্রধান।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দয়া করে কেউ গুজবে কান দেবেন না। চিলে কান নিয়ে গেছে শুনেই দৌড়াবেন না, কান আছে কি না সেটা দেখবেন।’
তিনি বলেন, ওরা মিথ্যা কথা বলে, এটা ওদের অভ্যাস। আগে গুজবটা সঠিক কি না সেটা দেখবেন। এটা শুধু চট্টগ্রামবাসীর জন্য নয়, সারাদেশের মানুষের জন্য আমার আহ্বান।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘ওরা মানুষের ক্ষতি করার অনেক চেষ্টা করেছে। আমরা তা দিইনি। ওরা ধ্বংস করে, আমরা সৃষ্টি করি। ওরা ক্ষতি করে, আমরা মঙ্গল করি। এটাই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য।’
তিনি আরও বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, উন্নতিতে বিশ্বাস করি। গণতান্ত্রিক ধারায় আছে বলেই বাংলাদেশ উন্নতি করে।