ডিসেম্বর ৩০, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

ব্যাটে বলের নৈপুণ্যে অনেক আগেই বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পান সাকিব। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরের সুপার এইটের ম্যাচে রোহিত শর্মাকে আউট করে নতুন মাইলফলক স্পর্শ করেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে উইকেটের হাফ সেঞ্চুরি করেন তিনি।

শুধু তাই নয়, বিশ্বকাপের চলতি আসরে প্রথম ম্যাচ খেলেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।

আগামীকাল সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচেও নতুন একটি মাইলফলক স্পর্শ করার পথে সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেটের ফিফটির কীর্তি গড়া সাকিব এবার আছেন ১৫০ উইকেটের মাইলফলকের পথে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দেড়শ উইকেটের কীর্তি ছুঁয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। তার উইকেট ১৬৪টি। এরপরই ১৪৯ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন সাকিব। আগামীকাল আর মাত্র ১ উইকেট নিলেই টিম সাউদির রেকর্ড স্পর্শ করবেন সাকিব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...